দক্ষিন দিনাজপুর জেলাতে সাড়ম্বরে পালিত হলো ছট পূজো।
1 min read
আজকের বার্তা, ৩১ অক্টোবর, বালুরঘাট :- সারা দেশের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে ছট পূজো। আর ছট পূজোকে নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরই আনা গোনা ছিল চোখে পড়ার মতোই। কল্যানী ঘাট থেকে কংগ্রেস ঘাট সব জায়গাতেই ভিড় দেখা যায়।
এই ভিড়ের মধ্যেই যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারনেই পুলিশ প্রশাসন তৎপর ছিলেন। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূজোর আগে থেকে ঘাট পরিষ্কারও করা হয়েছে। নদীবক্ষেও তৈরী করা হয়েছে সেফটি জোন। পাশাপাশি প্রচুর আলোর ব্যবস্থাও করা হয়েছে।
গতকাল বিকেল থেকে ছট পূজো শুরু হয়। এই ছট পূজো অবাঙ্গালিদের মধ্যে বেশি প্রচলন রয়েছে। সেকারনে কাল বিকেল হতে না হতেই সবাইকে বাজনা বাজিয়ে ডালা সহ নদীর ঘাটে যেতে দেখা যায়। জলে নেমে সূর্যকে আরাধনা করে পূজো শুরু হয়। আবার এদিন সকালেও সূর্য ওঠার আগে ঘাটে গিয়ে সূর্যের আরাধনা করে। সেকারনেই জেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পরিমানে আলোর ব্যবস্থা করা হয়। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যও প্রচুর পুলিশ বাহিনীও মোতায়েন ছিল।
এই বিষয়ে পুলিশ সুপার রাহুল দে জানান, পুরোটাই কোর্টের অর্ডারের উপর করা হয়েছে পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে। আজ ভোরের সূর্য আরাধনা সম্পূর্ন এবং সুষ্ঠ ভাবে হয়েছে।