মানসিক অবসাদ থেকে আত্মঘাতী পৌঢ় সিপিআইএম নেতা।
1 min read
আজকেরবার্তা, হরিরামপুর, ৩১জুলাই: মানসিক অবসাদ থেকে আত্মঘাতী পৌঢ় সিপিআইএম নেতা। নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সামসুজ জামান নামক এই সিপিএম নেতা। ৭২ বছর বয়সে নিজের পিস্তলের গুলিতে আত্মঘাতী হলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত সিপিআইএম নেতা সামসুজ জামান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডুড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাহার গ্রামের বাসিন্দা। নিজের বাসভবনের ছাদে তিনি আত্মঘাতী হন তিনি। ঘটনায় মৃতর পরিবারের পক্ষ থেকে খবর দেয় স্থানীয় থানায়। হরিরামপুর থানায় ,পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় শুত্রে খবর, মৃত সিপিআইএম নেতা সামসুজ জামান ২০০৩-২০০৮ সাল পর্যন্ত সিপিআইএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদ সামলেছেন। এই পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার তরফে জানাযায়।
পরিবার তরফে জানাযায়, বেশ কিছুদিন ধরে মৃত সিপিআইএম নেতা সামসুজ জামান মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের লোকজনের দাবি সোমবার সকালে বাড়ি ছাদে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। গুলির শব্দ শুনে বাড়ির ছাদে পরিবারের লোকজনেরা গেলে সামসুজ বাবুকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেন।
ঘটনায়, পরিবার সদস্যরা গুলিবিদ্ধ সিপিআইএম নেতা সামসুজ জামান কে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরিরামপুর থানায় পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
হঠাৎ ৭২ বছর বয়সী পৌঢ় সিপিআইএম নেতা সামসুজ জামানের আত্মহত্যার ঘটনা সৃষ্টি করেছে একাধিক প্রশ্ন। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই এই আত্মহত্যা ধন্ধের সৃষ্টি করেছে। তবে প্রশ্ন এখন এই যে কোন হুমকির জেরে এই আত্মহত্যা? নাকি রয়েছে অন্য কোন কারন।