Thu. Sep 21st, 2023

বর্ষার শুরুতে গ্রাম থেকে শহর সাপের উৎপাত।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৩১জুলাইঃ বর্ষার শুরুতে গ্রাম থেকে শহর সাপের উৎপাত প্রায় চোখে পড়ে। এমনই এক দৃশ্য ধরা পড়লো দক্ষিণ দিনাজপুর জেলায় পতিরামের নিচা বন্দর এলাকায়। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভাড়ী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে গতকাল থেকে। মাঠঘাট জলে ভরে যাওয়ার কারণে, জমিতে থাকা সাপেদের রাজত্ব হয়েছে মানুষের বাস ভিটেতে। শনিবার রাতে বৃষ্টি থেমে যাওয়ার পরেই ঠাকুর ঘরে মধ্যে থেকে শো শো শব্দ পেয়ে আঁতকে ওঠে গৃহ কর্তি। জানা যায় প্রতি রামের নিচা বন্দর এলাকায় এক বাড়িতে ঠাকুর ঘরে এক বিষধর ঘুখরো সাপ ঢুকে পড়ে। পরবর্তীতে সর্প বিশারদ বা সর্বপ্রেমী মনোজিৎ কর্মকার সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। এর পরে সাপটিকে ৫১২ জাতীয় সড়ক এর পাশে একটি জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হয়। সর্প বিশারদ মনোজিৎ কর্মকার জানান বর্ষাকালেই বাড়ির সমস্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যতটা পরিমাণে গ্যামাক্সিন এছাড়া ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে হবে চারিপাশে তাহলেই সাপের উৎপাত কিছুটা হলেও কমবে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.