বালুরঘাটে ইলেকট্রিক পোলে উঠে তড়িতাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৩১জুলাইঃ ইলেকট্রিক পোলে কাজ করতে গিয়ে ইলেক্ট্রিক পোল থেকে তড়িতাহত হয়ে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। মৃত ব্যক্তির নাম সুজন শীল, বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায়। গতকাল শহরের চৌরঙ্গী এলাকায় বালুরঘাট পৌরসভার ইলেকট্রিক বিভাগের অস্থায়ী কর্মী ঐ ব্যক্তি ইলেকট্রিক পোল এ কাজ করতে উঠলে নিচে পড়ে যায়। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয় বালুরঘাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে।এদিকে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। যদিও এবিষয়ে কোনো অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকেরা।
জানা যায় সে সিভিল ডিফেন্সের কর্মী এবং পার্ট টাইম মিউনিসিপ্যালিটিতে কাজ করে। এদিন রাত ১১ টা নাগাদ চৌরঙ্গী থেকে বালুরঘাট ললিতমোহন হাইস্কুলে মধ্যবর্তী স্থানে ইলেক্ট্রিক পোলে কাজ করার সময় তড়িত আহত হয়ে নীচে ছিটকে পড়ে যায়। তারপর স্থানীয়রা সেটি দেখে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসে। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে সিটি স্ক্যান এবং ইসিজি করা হয়।
কিন্তু বালুরঘাট হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারনে ৩ ঘন্টার মধ্যে মৃত্যু হয় তার। মৃতের আত্মীয়রা চিকিৎসার গাফিলতির বিরুদ্ধে অভিযোগ তোলেন। বালুরঘাট পুরসভার বিদ্যুৎ বিভাগের কর্মীর মৃতদেহ এদিন সকালে ময়নাতদন্ত করা হয় বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে।