বাম ছাত্র যুবর বিক্ষোভ ডেপুটেশনকে ঘিরে ধুম ধুমার কান্ড বালুরঘাট শহরে। ভাঙ্গলো পুলিশ বেরিকেট, আহত পুলিশ কর্মী।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট ৩১ মে: বাম ছাত্র যুবর বিক্ষোভ ডেপুটেশনকে ঘিরে ধুম ধুমার কান্ড বালুরঘাট শহরে। জেলা প্রশাসনিক ভবনের সামনে পুলিশ বেরিকেট ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর কর্মী সমর্থকেরা। পুলিশ বেরিকেট ভেঙ্গার ঘটনায় আহত বালুরঘাট থানার এক পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বালুরঘাট শহর।
বুধবার একাধিক দাবি তুলে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে বালুরঘাট সদর মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন প্রদান করতে আসে বাম যুব ছাত্র সংগঠন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই। বিভিন্ন সরকারি কার্যালয়ে সঠিক পধ্যতিতে কর্মী নিয়োগ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ একাধিক দাবি তুলে এদিন সরব হয় বাম ছাত্র যুব সংগঠন।
সদর মহকুমা শাসক কে ডেপুটেশন প্রদানের জন্য মিছিল করে সারা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। মিছিল ও বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসনিক ভবনের গেট পুলিশ বেরিকেট দিয়ে ঘিরে দেয়। অপ্রিয়কর ঘটনা এড়াতে বিপুল পরিমাণে পুলিশও মোতায়ন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র যুব সংগঠন। সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার আগে প্রশাসনিক ভবনের সামনে আসে। বিক্ষোভকারিদের পুলিশ ভেতরে ডুকতে বাধা দেওয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জটিয়ে পড়ে বিক্ষোভকারিরা বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ বেরিকেট ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র যুব সংগঠন। পুলিশ বেরিকেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে বিক্ষোভকারিরা বলেও অভিযোগ।
পুলিশ বেরিকেট ভাঙ্গার ঘটনায় বালুরঘাট থানার এক এস আই সুকুমার ঘোষ আহত হয়। আহত বালুরঘাট থানার এস আই সুকুমার ঘোষকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বলে জানান বালুরঘাট থানার আই সি শান্তনাথ পাঁজা।
ডিওয়াই এফ আই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা জানান, পশ্চিমবঙ্গে চাকরির ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি দেখা যাচ্ছে। তৃনমূলের নেতা-নেত্রীরা এই চাকরি চুরির দায়ে ধরা পড়ছে। সামনেই পঞ্চায়েত ভোট। এই ভোট যেন সুস্থভাবে হয় তার জন্য তাদের এই বিক্ষোভ।
অপর দিকে বাম ছাত্র যুবর বিক্ষোভ ডেপুটেশনে পুলিশ বেরিকেট ভাঙ্গার ঘটনা। পুলিশ বেরিকেট ভাঙ্গার ঘটনায় পুলিশ কর্মীর আহত হওয়ার ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলে। এখন দেখার এই যে বাম ছাত্র যুব সংগঠনের সুষ্ঠু ও নিরপেক্ষ ভবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার ডেপুটেশন কি রুপ নেয় আগামী নির্বাচনে।