দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালুরঘাট শহর অনুষ্ঠিত হচ্ছে দিদি সুরক্ষা কব
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৩১ মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিজেদের প্রকল্পগুলিকে তুলে ধরতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালুরঘাট শহর অনুষ্ঠিত হচ্ছে দিদি সুরক্ষা কবজ। শুক্রবার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী বুড়াকালি মাতার মন্দিরে পূজো দিয়ে দিদি সুরক্ষা কবজ অভিযানে নামে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। বালুরঘাট পৌরসভার অন্তর্গত ১৬ থেকে ২৫ নম্বর ওয়ার্ড গুলিতে এদিন দিদি সুরক্ষা কবজ সংক্রান্ত প্রচার চালানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস।
বালুরঘাট পৌরসভা এলাকার ১৬ থেকে ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রত্যেকটি বাড়ি বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলে সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে তুলে ধরা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে সাধারাণ মানুষের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনে তৃনমুল কংগ্রেসে কর্মী সমর্থকেরা। এলাকার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দিদি সুরক্ষা কবজ কর্মসূচির প্রচারে।
সামনে আগত পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই মানুষের মাঝে পৌঁছে যেতে তৃণমূল কংগ্রেস নিজেদের উন্নয়নমূলক প্রকল্প গুলোকে জনসাধারণের কাছে অবগত করতে দিদি সুরক্ষা কবজ নামক কর্মসূচি গ্রহণ করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। দিদির দুত হিসেবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি বাড়ি বাড়ি সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তৃণমূল পরিচালিত সরকার থেকে গ্রহণ করা সমস্ত উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্পগুলি মানুষের মাঝে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই আবারও একবার মানুষের মাঝে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই দিদি সুরক্ষা কবজ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল।
এদিন দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাট শহরের বুড়া মাতা মন্দির চত্বরে বয়স্ক মানুষদের মধ্যে ওজন যন্ত্র প্রদান করেন। আর এই ওজন যন্ত্রের মাধ্যমে বয়স্ক মানুষদের অভিনব উপার্জনের একটি পথ তৈরি করে দেয় তৃনমুল কংগ্রেসে। যাতে ভিক্ষুকরা খুন্নিবৃত্তি না করে, মানুষের ওজন মাপার যন্ত্রের মাধ্যমে দুটাকার বিনিময়ে চলতি মানুষের ওজন মেপে উপার্জন করতে পারেন।
দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেসের কোওর্ডিনেটর সুভাষ চাকি, টাউন তৃনমুল কংগ্রেসে সভাপতি দেবাশীষ কর্মকার, মহিলা তৃনমুল কংগ্রেসে সভাপতি প্রদিপ্তা চক্রবর্ত্তী, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মহেশ পারেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।