বাড়ির মধ্যে বিকট শব্দ। ঝলসে গুরুতর আহত এক মহিলা। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে পরিবারের তরফে দাবি করা হলেও, তা মানতে নারাজ পাড়াপরশিরা। ঘরে মজুত রাখা বিস্ফোরক জাতীয় কিছু থেকে এমন বিস্ফোরণ ঘটেছে বলেই দাবি এলাকার মানুষের। ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ।