Banks strike
1 min read
বিমুদ্রাকরণ নীতির কারণে দেশের ব্যাংকগুলোর যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার দায় সরকারকে নেওয়া সহ মোট ছয়দফা দাবিতে ভারতজুড়ে চলছে ব্যাংক ধর্মঘট। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপি ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস একদিনের জন্য এ ধর্মঘটের ডাক দেয়।
সারা ভারতের পাশাপাশি বালুরঘাটেও শুরু হয়েছে দু‘দিনের ব্যাঙ্ক ধর্মঘট। শুক্রবার প্রথম দিনে বালুরঘাট শহরেও সব ব্যাঙ্ককর্মীরা ধর্মঘটে শামিল হয়েছেন৷ শুক্রবার সকাল থেকে বালুরঘাট স্টেট ব্যাঙ্কের সামনে নিজেদের দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন ব্যাঙ্ক কর্মীরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ হুশিয়ারি দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।
এদিকে বালুরঘাটে ব্যাঙ্ক ধর্মঘট হওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। ব্যাঙ্কে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। শুক্রবার থেকে শুরু হওয়া ব্যাঙ্ক ধর্মঘট চলবে আগামীকালও।