এই প্রথম কোন মুখ্যমন্ত্রী কোচবিহারে রাস মেলা উপলক্ষে আসছেন।
1 min read
আজকের বার্তা, কোচবিহার, ৩০ অক্টোবর ঃ- এই প্রথম কোন মুখ্যমন্ত্রী কোচবিহারে মদনমোহন মন্দিরের রাস পূর্ণিমা মেলা উপলক্ষে প্রথমবারের জন্য আসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের কোচবিহারের রাসমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে আসবেন ও মদনমোহন বিগ্রহ দর্শন করবেন বলে জানায় মেলা কমিটি ও কোচবিহারের পৌরপিতা ভুষণ সিং। মুখ্যমন্ত্রী এই মেলাতে আসবেন জেনে মেলা কমিটি ও কোচবিহার জেলা প্রশাসন মেলা শুরু হওয়ার ১৫ দিন আগেই পরিকাঠামো তৈরীতে নেমে পড়লেন। সাধারণত প্রত্যেকবার মেলা শুরু হওয়ার ৭ – ৮ দিন আগে থেকে এই মদনমোহন মন্দিরের মাঠ প্রাঙ্গন সহ মেলা প্রাঙ্গনে পরিকাঠামো তৈরি করার কাজ শুরু হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মদনমোহন রাসমেলায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় মেলা কমিটি উদ্যোক্তাদের উৎসাহ , উদ্দীপনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তৎপরতা।
প্রসঙ্গত, শ্যামা পূজার পরে যে প্রথম পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতেই রাধা কৃষ্ণের রাস উৎসব বাংলা সহ গোটা দেশেই হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার জেলায় মদনমোহন মন্দিরের রাস উৎসব বাংলা সহ গোটা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়। আজ থেকে ২০৬ বছর আগে কোচবিহারের রাজপ্রাসাদে রাজা হরেন্দ্র নারায়নের আমল থেকে রাসমেলা হয়ে আসছে। রাজ বাড়ির ভেতরে যে গৃহ দেবতার বিগ্রহটি ছিল সেই বিগ্রহের অনুকরণে পরবর্তীকালে মহারাজ নৃপেন্দ্র নারায়ন ১৮৮৯ খ্রিস্টাব্দে মদনমোহন মন্দির স্থাপন করেন ও মোহনমন্দিরের বিগ্রহটি তৈরি করেন। এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ মানুষের সমাগম হয় ও বিভিন্ন ধরনের দোকানদার পসার বসায় মেলা কমিটি কে সতর্ক থাকতে হয়।সকলেই যাতে মদনমোহন এর দর্শন পায় তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হয়। এদিন কোচবিহারের পৌরসভার পৌরপিতা ভূষণ সিং মেলা প্রাঙ্গণের পরিকাঠামো দেখতে আসেন।তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস মেলা উপলক্ষে আসবেন জেনে আমরা খুব আনন্দিত। যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, সেই জন্য সেই দিন প্রচুর লোকের সমাগম ঘটবে। মেলার সাংস্কৃতিক মঞ্চকে অন্যবারের তুলনায় এবার বেশ বড় করা হবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য। সরকারি প্রটোকল অনুযায়ী মঞ্চে তার বসার জায়গা সহ অন্যান্য ব্যবস্থাগুলো খতিয়ে দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মন্দিরের বিগ্রহ দর্শন করার জন্য এ ব্যাপারে মেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন “আমরা শুনেছি মুখ্যমন্ত্রী মেলাতে এলে হস্তশিল্পের দোকানগুলোতেও যান কেনাকাটা করেন, আমরা আশা করছি উনি এবার এসব পরিদর্শন করবেন।