একাধিক দাবি নিয়ে দু’ঘণ্টা কর্মবিরতির ডাক দিল যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৩০আগস্টঃ একাধিক দাবি নিয়ে দু’ঘণ্টা কর্মবিরতির ডাক দিল যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা। বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত কর্মবিরতি হয় বালুরঘাট সহ জেলার সমস্ত সরকারি দপ্তর গুলিতে।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ বিভিন্ন কমিটির যৌথ মঞ্চের ডাকে রাজ্যজুড়ে এদিন সরকারি কর্মচারীরা দু’ঘণ্টা কর্মবিরতি ডাক দেয়। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সহ জেলার বিভিন্ন ব্লকে যৌথ মঞ্চের সরকারি কর্মীরা এই কর্ম বিরতিতে অংশগ্রহণ করেন। মূলত তাদের দাবি, বকেয়া সহ ৩১ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে।স্বচ্ছতার সাথে শূন্য পদ পূরণে সদর্থক ভূমিকা পালন করতে হবে। সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া সহ অন্যান্য দাবিতে যৌথ মঞ্চের সরকারি কর্মীরা কর্ম বিরতি পালন করেন।
সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত সারা রাজ্য জুড়ে কাজকর্ম বন্ধ রাখবেন বলে জানান যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা। তাদের দাবি না মানা হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।