জীর্ণপ্রায় অবস্থা ব্রিজের, ৩৫ বছরেও হয়নি মেরামত। প্রায় প্রাণীর ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পারাপার করছে পার পতিরামের রায়পুর গ্রামের বাসিন্দারা বলে অভিযোগ তাদের।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৩০ জুলাই: জীর্ণপ্রায় অবস্থা ব্রিজের, ৩৫ বছরেও হয়নি মেরামত। প্রায় প্রাণীর ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পারাপার করছে পার পতিরামের রায়পুর গ্রামের বাসিন্দারা। ৩৫ বছর পুরনো ব্রিজ মেরামত না হওয়ায় ব্রিজের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। প্রশাসনকে বারবার জানানোর পরেও ব্রিজ মেরামতে উদ্যোগী হয়নি কেউ বলে অভিযোগ গ্রামবাসীদের। রক্ষণাবেক্ষণ এর অভাবে যেকোনো দিন ভেঙ্গে পড়তে পারে এই ব্রিজ বলে অভিযোগ গ্রামবাসীদের।
বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পার পতিরাম এলাকার রায়পুর গ্রাম কৃষি প্রধান এলাকা। কৃষি প্রধান এলাকা হওয়ায় প্রতি দিন বহু যানবাহন চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে। সাইকেল বাইক ছাড়াও বহু ভারী যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। ছোট ট্রাক পিকআপ ভ্যান থেকে শুরু করে ট্রাক্টার পর্যন্ত যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। এক প্রকার প্রানের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে এই ব্রিজ দিয়ে বলে অভিযোগ গ্রামবাসীদের। রোজ প্রচুর পরিমাণে নানান রকম অনাজ সবজি নিয়ে বিক্রির উদ্দেশ্যে গ্রামের বাইরে আসতে হয় কৃষকদের। যাতায়াতের একমাত্র রাস্তার মৃতপ্রায় অবস্থা হওয়ায় ব্রিজে দুর্ঘটনার আশংকা রয়ে যায় প্রতিনিয়ত।
স্থানীয় এক গ্রামবাসী রতনশীল জানান, বিগত প্রায় ১০ বছর ধরে কোনরূপ মেরামত হয় না এই ব্রিজটি। ৩৫ বছর আগে ব্রিজ নির্মাণ হওয়ার পর থেকেই ব্রিজের কোনরূপ মেরামত হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণকায় পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ব্রিজটি। ব্রিজ ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এলাকায় বলে জানান তিনি। প্রতিনিয়ত ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন যাতায়াত করে যার ফলে ব্রিজের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। বারবার প্রশাসনকে জানানোর পর ও কোন ফল হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।