Sun. Oct 1st, 2023

প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আত্রেয়ী নদীর চেক ড্যাম সংলগ্ন এলাকায় স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো এক যুবক।

1 min read

আজকেরবার্তা বালুরঘাট, ৩০ জুলাই: আবারো আত্রেয়ী নদীর জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। রবিবার দুই যুবক স্নান করতে গেলে একজন তলিয়ে যায় জলের স্রোতে। অপর জন জলে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর উঠে আসে আত্রেয়ী থেকে।

রবিবার দুপুরে দুই বন্ধু এক সাথে স্নান করতে যায় আত্রেয়ী নদীতে। বালুরঘাটের চকভবানী একালার আত্রেয়ী নদীর বুকে দেওয়া চেক ড্যাম সংলগ্ন এলাকায় জলডুবির ঘটনাটি ঘটে। ড্যাম সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদীর জলের স্রোত বেশি থাকায় সাতার জানা সত্তেও ডুবে যায় এই দুই যুবক বলে জানা যায়।

স্থানীয় শুত্রে খবর, আত্রেয়ী নদীতে স্নান করতে আসা দুই যুবকের নাম সৌরভ আগরয়াল ও হৃতেশ শর্মা। আত্রেয়ী নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় হৃতেশ শর্মা নামক এই যুবকের। ও আহত অবস্থায় বর্তমানে বালুরঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ আগরয়াল। এই দুই যুবকের বাড়ি বালুরঘাট শহরের ১৯ নং ওয়ার্ডে বলে জানা গিয়েছে। চেক ড্যামের জলের স্রোতে ধাক্কা খেয়ে চেক ড্যামের কনস্ট্রাকশনের সাথে লেগে চোট পেয়ে রক্তাক্ত হয় জলে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর উঠে আসা যুবক। বর্তমানে গুরুতর আহত অবস্থায় বর্তমানে বালুরঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আত্রেয়ী নদীর চেকড্যামে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। হৃতেশ শর্মা নামক এই যুবকে জলে ডুবে যাওয়ার পর তলিয়ে যায় আত্রেয়ী বক্ষে। আত্রেয়ী নদীতে থাকা মৎসজীবীরা জাল দিয়ে নদী থেকে তুলে আনে ডুবে যাওয়া যুবককে।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা এই দুই যুবককে উদ্ধার করে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। পেট থেকে জল বের করার প্রায়াস চালায় ও তৎক্ষনাৎ জলে ডুবে যাওয়া দুই যবককে হাসপাতালে নিয়ে যায়।

বালুরঘাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জলে ডুবে যাওয়া দুই যুবকের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে। ও অপর যুবকের অবস্থা গুরুতর আহত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে নেয়। খবর প্রকাশিত হওয়া পর্যন্ত তথ্যের ভিত্তিতে, সৌরভ আগরওয়াল নামক আত্রেয়ী নদীতে ডুবে যাওয়া গুরুতর আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন বালুরঘাট হাসপাতালে।

চেক ড্যাম নির্মাণ হওয়ার পর থেকেই আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন এলাকায় ভিড় জমাতে থাকে বহু মানুষ। নদীর জলস্রোত বৃদ্ধি হওয়ার কারণে প্রশাসনের তরফ থেকে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা হয় আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন এলাকায় জলে নামতে। প্রাণহানির হাত থেকে সাধারণ মানুষকে স্বচেতন করতে বারংবার নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়ন করা হয় সুরক্ষা ব্যবস্থা নজরে রাখতে।

প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রশাসনিক নিষেধজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে জলের স্রোত উপভোগ করতে চেকড্যাম সংলগ্ন এলাকায় ভিড় করতে থাকে সাধারণ মানুষ। সুরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করে মানুষ আত্রেয়ী নদীর চেক ড্যাম সংলগ্ন এলাকায় স্নান করতে ভিড় জমাতে থাকে।

নিষেধাজ্ঞা ও সুরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করে রবিবার দুপুরে আবারো আত্রেয়ী নদীর চেক ড্যাম সংলগ্ন এলাকায় স্নান করতে যায় দুই যুবক। ঘটনায় একজন তলিয়ে যায় জলের স্রোতে। অপর জন জলে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় উঠে আসে আত্রেয়ী থেকে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.