Thu. Sep 28th, 2023

আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে দক্ষিন দিনাজপুর জেলায় এসে পৌঁছালো ছয় কোম্পানির আধা সামরিক বাহিনী।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৩০ জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে দক্ষিন দিনাজপুর জেলায় এসে পৌঁছালো ছয় কোম্পানির আধা সামরিক বাহিনী। এই আগে এক কম্পানি ও এই ছয় কোম্পানি মিলিয়ে মোট ৭ কোম্পানির আধা সামরিক বাহিনী উপস্থিত হয়েছে দক্ষিন দিনাজপুর জেলায়।

এদিন বালুরঘাট রেল স্টেশনে আসে কেন্দ্রীয় বাহিনীর স্পেশাল ট্রেন। উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুর জেলার আধা সামরিক বাহিনী নিয়ে এই ট্রেন টি আসে। যেখানে ৭ কোম্পানি উত্তর দিনাজপুর জেলার ও ৬ কম্পানি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচন করবার লক্ষ্যে গত রবিবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিল বালুরঘাটে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো। এদিন বালুরঘাট রেল স্টেশনে ইলেকশন স্পেশাল ট্রেন করে মোট ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় বালুরঘাট রেল স্টেশনে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার জন্য সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন এসে পৌঁছায়। কেন্দ্রীয় বাহিনী বালুরঘাট রেলস্টেশনে এসে পৌঁছালে জেলা পুলিশ প্রশাসনের বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা এবং ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা বালুরঘাট ষ্টেশনে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেন।

এর আগে বালুরঘাটে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এদিনের ছয় কোম্পানি নিয়ে মোট সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ দিনাজপুর জেলার এলো। এদিন বালুরঘাট থেকে জেলার বিভিন্ন থানায় তাদের পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.