Thu. Sep 21st, 2023

বালুরঘাট নাগরিক মঞ্চের উদ্যোগে শুরু হওয়া চেয়ারম্যান কাপ, নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৩০ মে: বালুরঘাট নাগরিক মঞ্চের উদ্যোগে শুরু হওয়া চেয়ারম্যান কাপ, নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বালুরঘাট শহরের হাই স্কুলের মাঠে এই চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। বালুরঘাট স্পন্দন কালচারাল ফোরম বনাম বালুরঘাট পুলিশ স্টেশন এর খেলা হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী জয় বালুরঘাট স্পন্দন কালচারাল ফোরম।

নাগরিক মঞ্চের উদ্যোগে বালুরঘাট শহরের হাই স্কুল মাঠে শেষ হলো তিন দিন ব্যাপী নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। চেয়ারম্যান কাপ নামক এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ৯টি টিম অংশগ্রহণ করে। শনিবার সকালে বালুরঘাট শহরের হাই স্কুলের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধবোধন হয়। শনিবার ও রবিবার খেলা চলার পর সোমবার পুলিশের সঙ্গে একটি প্রীতি ম্যাচের অনুষ্ঠান করা হয়। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

এদিনের এই চূড়ান্ত পর্যায়ের খেলার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট নাগরিক মঞ্চের উদ্যোগে। বালুরঘাট স্পন্দন কালচারাল ফোরম বনাম বালুরঘাট পুলিশ স্টেশন এর মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা হয়। এদিনের এই খেলার মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজন কৃষ্ণ জেলা রক্ষাধীক্ষক রাহুল দে, প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষ, কুশমন্ডি বিধায়ক রেখা রায়, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা, বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্র, গঙ্গারামপুর পৌরসভার পৌরাধক্ষ প্রশান্ত মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি ললিতা টীজ্ঞা, বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সির সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র হাই স্কুলের মাঠ। এই মাঠের সাথে বিভিন্ন আবেগ জড়িয়ে রয়েছে শহরের ক্রিড়া প্রেমী মানুষদের৷ বালুরঘাট শহরের ক্রিড়া প্রেমী মানুষদের উদ্দেশ্য এই নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বালুরঘাট নাগরিক মঞ্চ। বালুরঘাট হাই স্কুলের মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করেছে নাগরিক মঞ্চ বলে জানায় নাগরিক মঞ্চ। আবারো মাঠে খেলার পরিবেশ ফিরে আশায় খেলার মাঠে ভীড় করে বালুরঘাট শহরের দর্শকেরা।

শনিবার থেকে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার পর্যন্ত। শনি রবি ও মঙ্গলবার বার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিদিন এই খেলা চলে। মোট নয়টি দলের মধ্যে খেলা হয় ও তার পর সেমি ফাইনাল খেলা হয়। মঙ্গলবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুইটি টিম চূড়ান্ত পর্যায়ের খেলায় পৌঁছায়। ১০ ওভারের হাড্ডা হাড্ডি লড়াই হয় দুটি টিমের মধ্যে। বালুরঘাট স্পন্দন কালচারাল ফোরম ১০ ওভারে ১৬০ রান করে ও বালুরঘাট পুলিশ স্টেশন ১০ ওভারে ১১৮ রান করে। ৪২ রারে জয়ী হয় বালুরঘাট স্পন্দন কালচারাল ফোরাম। ১০ ওভারের হাড্ডা হাড্ডি লড়াই হয় দুটি টিমের মধ্যে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.