Sun. Oct 1st, 2023

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় জনসভা করল যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ২৯ ডিসেম্বরঃ পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় জনসভা করল যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সাংগাঠনিক শক্তি বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলই। বৃহস্পতিবার বিকেলে পতিরাম হাইস্কুল মাঠে যুব তৃণমূল রাজ্য সভাপতি সায়নী ঘোষের জনসভা করেন। তার আগে বৃহস্পতিবার সকালে বালুরঘাট মঙ্গলপুর মোড়ে চায়ে পে চর্চার আদলে জনসংযোগ করেন সায়নী ঘোষ। যদিও বিজেপির চায়ে পে চর্চাকে তূলধনা চর্চা বলে ব্যঙ্গ করেন সায়নী।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। তারই অঙ্গ হিসেবে এ দিন দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। যুব তৃণমূল নেত্রীর পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অপরিচিত তিনি তাই আট থেকে আশি সকলের ভিড় জমায় এদিনের সভায়। সাংগঠনিক শক্তির বৃদ্ধির বার্তা ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতি মুক্ত সরকার গড়ে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষদের পাশে থাকার বার্তা দেন সায়নী ঘোষ।
মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্যের প্রতি বঞ্চনা সহ বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে, গ্রাম বাংলার মানুষের ১০০ দিনের কাজের দাবিতে, দেশের সংবিধান ও দেশের মানুষের অধিকার সুরক্ষিত রাখতে দক্ষিণ দিনাজপুরের পতিরামে জনসভা করেন।

যুব তৃণমূল রাজ্য সভাপতি সায়নী ঘোষ জানান, পঞ্চায়েত ভোটে যোগ্য প্রার্থীরাও টিকিট পাবেন।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.