এক গৃহবধুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ি সদস্যদের বিরুদ্ধে
1 min readআজকেরবার্তা, ইটাহার, ২৯ ডিসেম্বরঃ এক গৃহবধুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ি সদস্যদের বিরুদ্ধে। বুধবার রাতে এমনি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। জানাযায়, ইটাহার থানার সোহাইর কলোনীপাড়া এলাকার বাসিন্দা সাবিনা খাতুন এর সামাজিক মতে বিগত প্রায় দুই মাস বিয়ে হয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের আবাদপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সোহেল রানার সাথে। গৃহবধূর পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকে তাদের মেয়ের শশুর বাড়িতে ঝামেলা অশান্তি লেগে থাকত। এমনকি সাবিনার উপরে শারিরিক অত্যাচার করত তার স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা। তবে বুধবার সাবিনা নিজের ঘরে গলায় ফাঁস দিয়েছে বলে শশুর বাড়িতে জানায় জামাই সোহেল রানা। সাবিনাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
মৃত্যুর খবর ছড়াতেই জামাই সহ মেয়ের শশুর বাড়ির সদস্যদের কঠোর শাস্তির দাবিতে হাসপাতাল চত্ত্বরে ক্ষোভে ফেটে পড়ে সাবিনার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। মৃত সাবিনা খাতুন এর পরিবারের সদস্যদের অভিযোগ তার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে শ্বাসরোধ করে খুন করেছে তার স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা।
এই বিষয়ে ইটাহার থানার লিখিত অভিযোগ জানাবেন সাবিনা খাতুনের পরিবারের সদস্যরা বলে জানাযায়। ইটাহার থানার পুলিশ প্রাথমিক ভাবে ঘটনার তদন্ত শুরু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।