ছট পুজো উপলক্ষে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাট সেজে উঠেছে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৯ অক্টোবরঃ ছট পুজো উপলক্ষে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাট সেজে উঠেছে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে নদী ঘাট গুলি সংস্কার এবং পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট এলাকায় আলোর ব্যবস্থা করেছে বালুরঘাট পৌরসভা। সাধারণত বালুরঘাটের অবাঙালি নাগরিকেরা ছট পুজোয় বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাট, কংগ্রেস পাড়া ঘাটে ছট পুজো করেন। সে উপলক্ষে নদী ঘাট গুলো তে প্যান্ডেল তৈরির কাজ চলছে। পুজোয় যুক্ত মানুষেরা নিজেরাই ঘাট পুজোর উপযোগী করে তুলেছে বলে জানান। তাদের বক্তব্য, বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে শুধুমাত্র ঘাট পরিস্কার করা হয়েছে, ঘাট তৈরির কাজ নিজেদের করে নিতে হচ্ছে। যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ছট পুজো উপলক্ষে বালুরঘাট পৌরসভা ঘাট সংস্কার ও পরিচ্ছন্ন করেছে। পাশাপাশি আলোর ব্যবস্থা করা হয়েছে।
বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, প্রতিবছরের মতো এবারও ছট পুজো উপলক্ষে আত্রেয়ী নদীর ঘাট সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। পাশাপশি আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন, পুলিশ ও পৌরসভা ছট পুজোয় পাশে রয়েছে।