বিহারে পাচারের আগে ১৮৫ কার্টুন মদ আটক।
1 min read
আজকের বার্তা, উত্তর দিনাজপুর ২৬ জুলাই ঃ- ১৩ লক্ষাধিক টাকা মূল্যের ১৮৫ কার্টুন মদ আটক করল চাকুলিয়া থানার পুলিশ। বিহারে পাচারের আগে
৩১ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার ভেজাল বিদেশি মদ।
সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান থেকে ১৮৫ কাটুন বিদেশি মদ আটক করেছে চাকুলিয়া থানার পুলিশ।
কানকিতে রাস্তায় পাশে দাড়িয়ে ছিল পিকআপ ভ্যানটি। পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১৮৫ কাটুন ভেজাল বিদেশি মদ। পুলিশের অনুমান বিহারে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই মদ। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষাধিক টাকা। পুলিশ আটক করেছে পিকআপ ভ্যানটি।