সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও যৌথ মঞ্চের পক্ষ থেকে রাত জাগো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৯ এপ্রিল :- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও যৌথ মঞ্চের পক্ষ থেকে রাত জাগো বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বকেয়া ডি এ সহ একাধিক দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে যৌথ মঞ্চে তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে এই কর্মসূচি শুরু হয় বালুরঘাটে। এই কর্মসূচি চলে শনিবার সকাল পর্যন্ত।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ও সমকাজে সমবেতনের জন্য আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীর বিভিন্ন সংগঠন। কখনো মিছিল করে আবার কখনো দপ্তরের কাজ সামলে টিফিন আওয়ারে বকেয়া ডিএ র দাবিতে আন্দোলন করে এসেছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। এবারে অভিনব আন্দোলনের নামলো সরকারি কর্মচারী যৌথ মঞ্চ। অবিলম্বে বকেয়া ডিএ প্রদানের দাবিতে সারা রাত জাগো বিক্ষোভ কর্মসূচি করে সরকারি কর্মচারী যৌথ মঞ্চ।
পাশাপাশি প্রত্যেকটি শূন্যপদের স্বচ্ছভাবে নিয়োগ করা সহ একাধিক দাবি রয়েছে যৌথ মঞ্চের। সেই সব দাবি নিয়েই এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি যৌথ মঞ্চের। যেখানে উপস্থিত ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন বাম সংগঠন৷ সারা রাত ব্যাপি এই কর্মসূচি চলে বালুরঘাটে। এরপরও বকেয়া ডিএ প্রদান করা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।