রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বোয়ালদাড়ে।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৯ জানুয়ারিঃ রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকাল ১০ টা নাগাদ বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের মদনগঞ্জ এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এইদিন সকালে নদীর সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা কাজে জন্য আসতে মৃতদেহ টি নজরে আসে। এরপর স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসাররা।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যু ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে। এরপর বালুরঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।