স্বল্প পাল্লার বাসের পর এবার বালুরঘাট থেকে বন্ধ দূর পাল্লার বাস।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৮ আগস্টঃ
অবৈধভাবে বাস রুটে টোটো চলাচল করার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত বেসরকারি বাস চলাচল গত দুদিন ধরে বন্ধ থাকার পর এদিন থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হলো। গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার মধ্যে স্বল্প পাল্লার বাস চলাচল বন্ধ করে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত স্বল্প পাল্লার রুটে বাস চলাচল বন্ধ করলেও, যদি সুরাহা না হয়, তবে পরবর্তীতে দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করতে পারেন বাস মালিকেরা বলে জানিয়েছিলেন। এদিন রবিবার জেলার সদর শহর বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে জেলার স্বল্প পাল্লার পাশাপাশি দুর পাল্লার সমস্ত রুটের বাস চলাচল বন্ধ করেন বাস মালিকরা। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হয়েছেন নিত্যযাত্রীরা।
দক্ষিণ দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, টোটো চলাচলে কোন নিয়ন্ত্রণ নেই পরিবহন দপ্তরের। পকেট রুট ছাড়াও বাস রুটে নিয়ন্ত্রণহীন ভাবে টোটো চলাচল করছে। এর ফলে একদিকে যেমন বাস রুট গুলি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস মালিকেরা। এমনিতেই তেলের দাম বৃদ্ধি, ভাড়া না বাড়ানো সহ বিভিন্ন কারণে আর্থিক ক্ষতি হচ্ছিল। তার উপরে, বাস রুটে অনিয়ন্ত্রিত টোটো চলাচলে আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এই কারণে অনিয়ন্ত্রিত টোটো চলাচল বন্ধের দাবিতে দুদিন থেকে স্বল্প পাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকেরা। ঘটনার সুরাহা না হওয়ায়, এদিন আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাস মালিকেরা।
দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কাল সোমবার বাস মালিকদের নিয়ে বৈঠকে বসবে জেলা প্রশাসন।