আসন্ন ‘ইট তৈরির মরসুমে’ দেশজুড়ে ইট-ভাটা ধর্মঘট হবে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৮ আগস্টঃ বালুরঘাট: কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আসন্ন ‘ইট তৈরির মরসুমে’ দেশজুড়ে ইট-ভাটা ধর্মঘট হবে। রবিবার বালুরঘাট স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই কথা জানান দক্ষিণ দিনাজপুর ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন গোয়েঙ্কা। তিনি অভিযোগ করেন, “রাজ্য সরকারের বিধিনিষেধের জেরে অসমের কয়লা আনা যাচ্ছে না। রাজ্যের কয়লা ব্যবহার করে ইট তৈরি করতে খরচ প্রচুর বেড়ে যায় বলে অপেক্ষাকৃত কম দামের অসমের কয়লায় ভাটায় ইট পোড়াতে সাশ্রয় হয়।” কিন্তু অসমের কয়লা আনা যাচ্ছে না। তার উপর ইট তৈরি ও শ্রমিকদের মজুরির উপর অস্বাভাবিক হারে জিএসটি বাড়ানো হয়েছে। ফলে এ জেলায় ৬৫ থেকে ইটভাটা কমে ৫০ টিতে এসে ঠেকেছে বলে দাবি করেন পবন বাবু।
ধুঁকতে থাকা ইটভাটা বন্ধ হওয়ার পরিস্থিতি থেকে রক্ষা পেতে অল ইন্ডিয়া ব্রিক এন্ড টাইলস্ ম্যানুফ্যাকচার ফেডারেশন ২০২২-২৩ মরসুমে(নভেম্বর-মে) ভারত জুড়ে ইটভাটা বন্ধের ডাক দিয়েছে। এ জেলার ভাটা মালিকরাও লাগাতার ওই ধর্মঘটে শামিল হচ্ছেন বলে জেলা ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে।