সাহেবকাছারি ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৮ আগস্টঃ জেলা জুরে চলা তীব্র দাবদাহর কারনে জেলা জুড়ে শুরু হয়েছে রক্ত সঙ্কট। এমত অবস্থায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেবকাছারী ব্যাবসায়ী সমিতি। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে প্রায় ৫০জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের সভাপতি গৌতম দাস, বালুরঘাট থানা আইসি শান্তি নাথ পাঞ্জা, বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সাহেবকাছারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা রক্ত সঙ্কট দূর করতে এ দিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার দুটি মূলত সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে বালুরঘাট এবং গঙ্গারামপুরে। দুটি হাসপাতালের ব্লাড ব্যাংকেই প্রতিনিয়ত দেখা যায় রক্ত সংকট। এই রক্ত সংকটের হার কিছুটা হলেও কমাতে এবারে এই উদ্যোগ গ্রহণ করল সাহেবকাছারি ব্যবসায়ী সমিতি।
প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে পথ দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের। সেই সমস্ত দিক কে মাথায় রেখে তীব্র দাবদাহে রক্তের সংকট দূর করতে উদ্যোগী হল সাহেবকাছারি ব্যবসায়ী সমিতি। সাহেবকাছারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে রবিবার সকালে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কিছুটা হলেও জেলায় রক্ত সংকট মিটবে বলে আশাবাদী স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ব্যবসায়ী সমিতির সদস্য সকলেই। সাহেবকাছারি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।