মনিপুরে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে বালুরঘাট শহরের রাস্তায় পৃথক ভবে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস ও আদিবাসী যৌথ মঞ্চ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৮ জুলাই: মনিপুরে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে বালুরঘাট শহরের রাস্তায় বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন, ডেপুটেশন ও পথ অবরোধ করে মনিপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হয় বালুরঘাট শহরে। জাতীয় কংগ্রেস ও আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে বালুরঘাট শহরে চলে বিক্ষোভ প্রদর্শন।
মনিপুরের আদিবাসী মহিলাদের নিগ্রহর ঘটনার প্রতিবাদে বালুরঘাট শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস। পাশাপাশি একই অভিযোগে শহরের বুকে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান আদিবাসী যৌথ মঞ্চের।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সোসাল মিডিয়াই ভাইরাল হয়েছে মনিপুরের আদিবাসী মহিলাদের উপর অমানবিক অত্যাচারের ঘটনা। মে মাসের ৪ তারিখ মনিপুরের দুই কুকি জনজাতির মহিলাদের বিবস্ত্র করে একদল যুবক রীতিমতো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল একদল যুবক। এই লজ্জাজনক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোসাল মিডিয়াতে।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য সংগঠন গুলি। আদিবাসী সংগঠন গুলির দাবি, ওই দুই আদিবাসী মহিলাকে গনধর্ষন করা হয়। এবং তার পর তাদের মনিপুরের রাস্তা দিয়ে ছেচড়ে নিয়ে যাচ্ছিল একদল যুবক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় আদিবাসী যৌথ মঞ্চ।
ঘটনায় শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী যৌথ মঞ্চে সদস্যরা। এরপর দক্ষিণ দিনাজপুর ডেপুটেশন প্রদান করে আদিবাসী যৌথ মঞ্চ। মনিপুরে ঘটে যাওয়া মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এ দিনের এই বিক্ষোভ ডেপুটেশন বলে জানান আদিবাসী যৌথ মঞ্চ নেতৃত্ব।
মহিলা দের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। মনিপুরে ঘটা মহিলাদের উপর অমানবিক অত্যাচারের ঘটনার পাশাপাশি কোচবিহারে নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আছে। সারাদেশ জুড়ে মহিলারা অসুরক্ষিত বলে দাবি করে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস।
প্রতিনিয়ত ঘটে চলা মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন বালুরঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। পথ অবরোধের ছেড়ে আটকে যায় বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে চলো সমস্ত যান বাহন। ঘটনায় যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরবর্তীতে বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।