Sun. Oct 1st, 2023

কিষান সভার সদস্যদের নিগ্রহের ঘটনায় বালুরঘাটে প্রতিবাদ মিছিল

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ২৮জুলাইঃ অতিরিক্ত জেলাশাসক দ্বারা কৃষক নেতৃত্ব দের নিগ্রহর প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলায় উঠেছে প্রতিবাদের ঝড়। ডেপুটেশন দিতে গেলে কৃষক সভার নেতৃত্বদের নিগৃহ ও দুর ব্যবহারের প্রতিবাদে জেলা জুড়ে পালিত হচ্ছে প্রতিবাদ মিছিল, পথসভা, পথ অবরোধ ইত্যাদি। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল পালন করে কিষান সভা।
কৃষক নেতৃত্বদের নিগ্রহের প্রতিবাদে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে প্রতিবাদ। কৃষকদের দাবি নিয়ে ডেপুটেশনে আসা কৃষক সভার নেতৃত্বদের অতিরিক্ত জেলা শাসক দ্বারা নিগ্রহ ও দুর্ব্যবহারের প্রতিবাদে জেলা জুড়ে প্রতিবাদ মিছিল, পথসভা, পথ অবরোধ ইত্যাদি চলছে সারা ভারত কৃষক সভা সহ অন্যান্য গনসংগঠনের নেতৃত্বে । বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে বিক্ষোভ মিছিল শুরু হয় শ্রমিক কৃষক ভবন থেকে। কয়েক শত বিক্ষোভকারি শহর পরিক্রমা করে থানা মোড়ে বিক্ষোভ দেখায় ও পথ সভা করে। বালুরঘাটে পথ সভায় সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি অমিত সরকার বলেন আমরা কৃষকদের জ্বলন্ত কিছু দাবি নিয়ে ডেপুটেশন দিতে গেলে জেলা পরিষদের আধিকারিক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কৃষক নেতৃত্ব মোফাজ্জল হোসেনের জামার কলার ধরে নিগ্রহ করেন। তিনি বলেন মমতা ব্যানার্জীর আমলারা গরিব কৃষকদের ন্যায্য দাবি শুনতে চায়না। তিনি বলেন অবিলম্বে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছি। তিনি বলেন ওই আধিকারিকের শাস্তির দাবিতে আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো। এদিন বালুরঘাটের বিক্ষোভে উপস্থিত ছিলেন কৃষক নেতা অমিত সরকার, পরিমল সরকার, কৃষক ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, গন আন্দোলনের নেতৃত্ব কল্যাণ দাস, শিবাসিষ চক্রবর্তী, মহিলা নেতৃত্ব সুস্মিতা সাহা প্রমুখ। এদিন কৃষক নেতৃত্বদের নিগ্রহের প্রতিবাদে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হিলি, কুশমন্ডি, হরিরামপুর, তপন সহ অন্যান্য ব্লকেও বিক্ষোভ মিছিল ও পথ সভা করে কৃষক সভা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.