Thu. Sep 21st, 2023

মিশনের দুস্থ ও অনাথ শিশুদের হাতে বর্ষাতি‌‌ তুলে দিল রোটারী ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটার ।

1 min read

আজকের বার্তা, বালুরঘাট ২৮ ঃ- মিশনের দুস্থ ও অনাথ শিশুদের হাতে বর্ষাতি‌‌ তুলে দিল রোটারী ক্লাব অব গ্রেটার আত্রেয়ী বালুরঘাট। ছোট্ট ছোট্ট শিশুদের মাঝে বর্ষার‌ বর্ষাতি‌‌ বিতরনীর মাধ্যমে রোটারি ক্লাব অব গ্ৰেটার আত্রেয়ী বালুরঘাট ‌শাখার‌ তৃতীয় বার্ষিক সাধারণ সভা ও‌ সম্মেলনের‌ অনুষ্ঠান শুরু হল। রবিবার বালুরঘাট রঘুনাথপুরে সি এন আই মিশন ক‍্যম্পাসে ক্লাবের কর্ম কর্তাগন পি ডী জী অশোককুমার আগরওয়ালকে দিয়ে ‌বাচ্চাদের‌ রেইন কোট ‌বিতরন অনুষ্ঠান শুরু করেন। এরপর সভাপতি অম্বর বোস, সম্পাদক সান্তনু বোস, অনিতা বিশ্বাস, আনন্দ দত্ত, পবন গোয়েঙ্কা, দূর্জয় কুন্ডু সহ অন্যান্য ‌সদস‍্যগন বাচ্চাদের মধ্যে রেইন কোট ‌বিতরন করে।
পি ডী‌ জী অশোককুমার আগরওয়াল‌ বলেন, এটা আমাদের ‌একটা ছোট্ট কাজ‌ তবু ও‌ আমারা সমাজে কিছু করার‌ চেষ্টা ‌করছি। রোটারি ক্লাব অব গ্ৰেটার আত্রেয়ী বালুরঘাট ‌এর প্রেসিডেন্ট অম্বর বোস বলেন আমরা আমাদের এই সম্মেলনকে সামনে রেখে গত শুক্রবার বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে ‌বৃক্ষ রোপণ ও প্রায় ৩০০ বৃক্ষ চারা বিতরণ করেছি। এদিনের অনুষ্ঠানে শিশুরা বর্ষাতি‌‌ পেয়ে
খুব খুশি হয়েছে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.