মাসির বাড়ি থেকে এবার মন্দিরে ফিরে এলেন জগন্নাথ, বলরাম এ সুভদ্রা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৮জুন: মাসির বাড়ি থেকে এবার মন্দিরে ফিরে এলেন জগন্নাথ, বলরাম এ সুভদ্রা। মুলত তিনটি রথে যাত্রা করেন আবার তিনটি রথে করে ফিরে আসলেন। বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ ধামে দেখা গেল অন্য ছবি। এখানে ৬টি রথের ব্যবহার দেখা দেয়।
প্রসঙ্গত জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে মামার বাড়ির উদ্যেশ্যে রউনা হয় মন্দির থেকে। হিন্দু ধর্মের অন্যতম একটি উৎসব রথ যাত্রা। আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় হয় রথযাত্রা উৎসব। তার পর আট দিন পার করে দশমীর দিন ফের ফিরে আসে মন্দির প্রাঙ্গণে।
এখানে চৌধুরী বাড়ির ৬টি রথের ব্যবহার দেখা গেল। জানা যায় চৌধুরী বাড়ির পাঁচ পুরুষের পুরনো এই রথ শুরু হয় পূর্ব পাকিস্তানে যেখানে তিন পুরুষ ধরে জগন্নাথ দেবের সেবা করতেন চৌধুরী পরিবারের সদস্যরা। সান্তাহার দাঙ্গার সময় চৌধুরীরা এপারে চলে এলে ভারতবর্ষে গত দুই পুরুষ ধরে জগন্নাথ দেবের সেবা করেন চৌধুরীরা। পূর্ব পাকিস্তানে জগন্নাথ দেবের রথ চললেও আসার পর চৌধুরীর না আর্থিক অনটনের কারণে রথের ব্যবস্থা করতে পারেননি।
পরবর্তীকালে ২০০৬ সালে ভক্তদের সাহায্যে তারা প্রথমে একটি রথ তৈরি করেন। এরপরে ভক্তরা মানস করে আরও রথ দিতে থাকেন এইভাবে তাদের রথের সংখ্যা বেড়ে বেড়ে ছয়ে দিয়ে দাঁড়ায়। একসঙ্গে ভক্তরা টেনে নিয়ে যান মাসির বাড়ি। শুধু তাই নয় জানা গেছে প্রচুর ভক্ত এখানে দন্ডি কেটে ভগবানের কাছে আশীর্বাদ নিতে আসেন। অনেক ভক্ত মানস হিসাবে গাছের ফল ফলাদিও দিয়ে থাকেন। বুধবার উল্টো রথ উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম দেখা গেল বোয়ালদার জগন্নাথ ধামে।