বন্ধ্যাত্মকরণের অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনায় ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মৃতার পরিজনদের। উত্তপ্ত গঙ্গারামপুর হাসপাতাল চত্বর।
1 min readআজকেরবার্তা, গঙ্গারামপুর, ২৮ মে: বন্ধ্যাত্মকরণের অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনায় ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মৃতার পরিজনদের। উত্তপ্ত গঙ্গারামপুর হাসপাতাল চত্বর। গৃহবধূর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিজনেরা।
হাসপাতাল সুত্রে খবর, মৃতা গৃহবধূর নাম শ্যামলী ওরাও। বাড়ি গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর এলাকায়। স্বামী নির্মল এক্কা পেশায় পরিযায়ী শ্রমিক। এই দম্পতির পূর্বে সন্তান থাকায় বন্ধ্যাত্মকরণের সিদ্ধান্ত নেয় তারা। গ্রামের আশা কর্মীর সহযোগিতায় গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপালাতে ভর্তি হয় ওই গৃহবধূ।
শনিবার গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপালাতে বন্ধ্যাত্মকরণের অস্ত্রোপচার ওই গৃহবধুর। অস্ত্রোপচারের পর শারিরিক অবস্থার অবনতি হতে থাকে ওই গৃহবধূর বলে অভিযোগ। অস্ত্রোপচারের পর শারিরিক অবস্থার অবনতি হতে থাকায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলে ওই গৃহবধূর। চিকিৎসারত অবস্থান মৃত্যু হয় ওই গৃহবধূর বলে অভিযোগ।
গৃহবধূর মৃত্যুর পর রবিবার সকালে খবর জানতে পারে গৃহবধূর পরিজনেরা। ঘটনায় গৃহবধূ মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিজনেরা। ঘটনায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ৫১২ নং জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতার পরিজনেরা। পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। মালদা, রায়গঞ্জ রুটের বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। সমস্যার সম্মুখীন হতে হয় নিত্য যাত্রীদের।
উত্তপ্ত হাসপাতাল চত্বর ও পথ অবরোধ সামাল দিতে উদ্যোগী হয় গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহাকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ব্লকের বিডিও দাওয়া শেরপা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। দীর্ঘ আলোচনা ও প্রশাসনের আশ্বাসের পর অবশেষে পথ অবরোধ তুলে নেয় মৃতার পরিজনেরা।