হিলি আন্তর্জাতিক চেক পোস্টের শূন্য রেখায় দুই দেশের সিমান্ত রক্ষা বাহিনীর বৈঠক অনুষ্ঠান হল রবিবার।
1 min readআজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ২৮ মে: হিলি আন্তর্জাতিক চেক পোস্টের শূন্য রেখায় দুই দেশের সিমান্ত রক্ষা বাহিনীর বৈঠক অনুষ্ঠান হল রবিবার। হিলি সিমান্তে দিয়ে অবৈধ চোরাচালান বন্ধ করা ও সিমান্ত হাটের পরিকল্পনা নিয়ে হিলি সিমান্ত পরিদর্শন করেনবর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকেরা। অপর দিকে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্ত আধিকারিকেরা।
হিলি বাংলাদেশ সিমান্তে প্রতিনিয়ত ঘটে চলা চোরাকারবারি বন্ধ করার লক্ষের দুই দেশের সিমান্ত রক্ষা বাহিনীর মধ্যে একটি বৈঠক হয়। গরু থেকে শুরু করে একাধিক পন্যের অবৈধ কারবার লাগাতর হয়ে চলেছে হিলি সিমান্তদিয়ে বলে অভিযোগ। বিএসএফ ও বিজিবির পক্ষ থেকে সিমান্তবর্তী এলাকায় কড়া পাহারা থাকার পর ও চোরাকারবার হচ্ছে সিমান্তদিয়ে। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দুই দেশের সিমান্ত রক্ষা বাহিনীকে। পাশাপাশি সিমান্ত হাট নিয়েও এদিন আলোচনা করা হয় এই বৈঠকে।
এদিনের এই বৈঠকের অন্যতম বিষয় ছিল হাড়িপুকুর গ্রাম। ভারত বাংলা সিমান্ত লাগোয়া এই গ্রাম দিয়ে বর্তমানে রমরমিয়ে চলছে চোরা কারবারিদের ব্যবসা বলে অভিযোগ। সীমান্ত লাগোয়া হাড়িপুকুর গ্রামে চোরাকারবারি বন্ধ করে সিমান্ত হাট চালু করার পরিকল্পনা ও তার বাস্তবায়ন নয়ে একাধিক পরামর্শ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ ও সিমান্ত রক্ষী বাহিনীর আধীকারিরদের মধ্যে। বৈঠক শেষে হাড়িপুকুর গ্রাম পরিদর্শনে যান দুই দেশের সিমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকেরা।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সহ অন্যান্য আধিকারিকেরা। অপরদিকে উপস্থিত ছিলেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিয়াইজি কুলবন্ত শর্মা, রায়গঞ্জ সেক্টরের কমানডেন্ট বিপিন কুমার, ৬১ বিএস এফ ব্যাটেলিয়নের কমানডেন্ট কমল ভগত ছাড়াও অনান্য বিএসএফ কর্মকর্তারা।
সিমান্ত দিয়ে অবৈধ চোরাকারবারি বন্ধ, সিমান্ত লাগোয়া হাড়িপুকুর গ্রামের সমস্যা ও সিমান্ত হাটের পরিকল্পনা নিয়ে করা দুই দেশের সিমান্ত রক্ষা বাহিনীর এই বৈঠককে বিএসএফের তরফে রুটিন ভিজিট বলেই দাবি করা হয়েছে।