বালুরঘাট শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে বালুরঘাটে একটি শিশু উদ্দান তৈরি করছে বালুরঘাট পৌরসভার।
1 min readআজকেরবার্তা বালুরঘাট, ২৮ এপ্রিল: বালুরঘাট শহরকে গ্রিনসিটি ক্লিন সিটিতে পরিনত করতে ব্রতী হয়েছে বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ সহ সমস্ত পৌরসভার কতৃপক্ষ। শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষে একাধিক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভার। একটি নতুন পার্ক গড়ে তোলার পরিকাঠামো শুরু হয়েছে শহরে। পাশাপাশি আত্রেয়ী নদীর বাধের রাস্তা মেরামত করে রাস্তা ও রাস্তার পাসের যায়গা গুলিকে সুন্দর করে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
বালুরঘাট শহরের লাইফ লাইন আত্রেয়ী নদীর কংগ্রেস পাড়া ঘাটের কাছে একটি নতুন শিশু উদ্দান তৈরির কাজ ইতি মধ্যে শুরু করেছে বালুরঘাট পৌরসভা। আত্রেয়ী বক্ষে সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। শিশু থেকে শুরু করে পৌঢ় সকলের জন্য খেলার ও বসবার পৃথক স্থান তৈরি করার কাজ শুরু হয়েছে। আত্রেয়ী নদীর মনরম পরিবেশকে উপভোগ করতে ও শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষে এই উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ।
পার্কের পাশাপাশি বালুরঘাট শহরের চকভবানী শশ্মান ঘাট সংলগ্ন এলাকা থেকে বালুরঘাট পুরসভা পরিচালিত মাতৃসদন পর্যন্ত আত্রেয়ী নদীর বাধের উপর দিয়ে যে রাস্তা রয়েছে দীর্ঘদিন ধরে বেহাল পরিস্থিতি পড়ে ছিল সেই রাস্তা মেরামত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু এই রাস্তা মেরামত নয়, রাস্তার পাসের যায়গা কে সুন্দর করে সেখানে বৃক্ষ রোপণ সহ অন্যান্য সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করেছে পৌরসভা। আত্রেয়ী নদীর বাধের ধারে যে বসবার জায়গা গুলি আগে তৈরি করা হয়েছিল সময়ের সাথে সেগুলিও নষ্ট হতে শুরু হয়েছে। আত্রেয়ী নদীর বাধের রাস্তায় আট থেকে আশি সকলেই হাটাচলা করে তাই তাদের সুবিধার্থে সেই সমস্ত বসবার জায়গা ঠিক করে নতুন ভবে শহরবাসিকে উপহার দিতে চলেছে বালুরঘাট পৌরসভা।
বালুরঘাট শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভা বলে জানান পৌরাধক্ষ অশোক মিত্র। তিনি জানান নতুন একটি শিশু উদ্দান তৈরির কাজ ইতি মধ্যে শুরু হয়েছে। যেখানে শিশু থেকে পৌঢ় সকলের জন্য একটি মনরম পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান বালুরঘাট শহরের লাইফ লাইন আত্রেয়ী নদীর বাধের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। সেই রাস্তা দিয়ে সকাল বিকেল সকলে চলাচল করে। তাই শহরবাসির সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভা।