পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প গুলি মানুষের পৌঁছে দিতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৮এপ্রিলঃ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প গুলি মানুষের পৌঁছে দিতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প গুলি সুবিধা উপভোগ হাতে তুলে দেওয়া হয়। এদিন বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবন থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা গুলি উপভোগ তাদের মধ্যে তুলে দেওয়া হয়। এদিন মূলত নিঃস্বার্থ দলিল প্রদান, আর্থিক পুনর্বাসনের অনুদান প্রদান, শিক্ষাশ্রী, জয় জোহার, জাতিগত শংসাপত্র প্রদান, মহিলা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের সুবিধা বিতরণ করা হয় উপভোক্তাদের মধ্যে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারকের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র৷ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য প্রশাসনি আধিকারিক ও জন প্রতিনিধিরা৷ উন্নত পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলির জনসাধারণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন তারই অঙ্গ হিসেবে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল বালুছায়া ভবনে। সারা জেলাব্যাপী যে সমস্ত মানুষেরা নিঃস্বার্থ দলিল প্রদান, আর্থিক পুনর্বাসনের অনুদান প্রদান, শিক্ষাশ্রী, জয় জোহার, জাতিগত শংসাপত্র প্রদান, মহিলা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পেয়েছে তাদেরকে এদিন এই অনুষ্ঠান থেকে শংসাপত্র তুলে দেওয়া হয় দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে।