ডাউন রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার দেড় কোটি টাকার সোনার বিস্কুট। গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার ২ মহিলা সোনা পাচারকারী
1 min read
আজকেরবার্তা, শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ দেড় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার দুই মহিলা পাচারকারীর কাছ থেকে। গোপন সূত্র খবরের জেরে অভিজান চালিয়ে, নিউ জলপাইগুড়ি জংশনে দিল্লীগামী ডাউন রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে এই দুই মহিলা পাচারকারীর কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের সোনা বায়যাপ্ত করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ধৃত দুই মহিলার নাম মৌসুমী অধিকারী ও লিনা গোস্বামী। তারা উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও বাগদার বাসিন্দা বলে খবর।
ডিআরআই সূত্রে খবর, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে দিল্লীগামী ডাউন রাজধানী এক্সপ্রেসে যৌথ অভিযান চালায় রেল সুরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা শাখার (ডিআরআই) কর্মীরা। অভিযান চালিয়ে দুই দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে তল্লাশি চালায় অভিযানকারীরা। তাদের হেফাজতে থাকা একটি কালো রংয়ের ক্যারিব্যাগে জুতো রেখে তার মধ্যে সোনার বিস্কুট গুলো লুকিয়ে রাখা ছিল। এদিন ধৃত দুই মহিলার কাছ থেকে উদ্ধার হয় ১৬ টি সোনার বিস্কুট। বিস্কুটগুলির মোট ওজন আড়াই কিলোগ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজারমুল্য প্রায় দেড় কোটি টাকা। ডিআরআইয়ের প্রাথমিক অনুমান সোনার বিস্কুটগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।