Thu. Sep 21st, 2023

ভ্যাক্সিন সংকট। ফার্স্ট ডোজ বন্ধ দক্ষিণ দিনাজপুরের।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, 28এপ্রিলঃ দিন প্রতি দিন বৃদ্ধি পাচ্ছে করণা আক্রান্ত সংখ্যা দক্ষিণ দিনাজপুর জেলায়। আর ঠিক সেই মুহূর্তেই বন্ধ হলো প্রথম পর্যায়ের ভ্যাকসিনেশন। স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ করা হলো করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তর সংখ্যা দক্ষিণ দিনাজপুর জেলায়। করোনা দ্বিতীয় ঢেউ জোরদার প্রকোপ জাঁকিয়ে বসেছে জেলাজুড়ে। একসপ্তাহে দ্বিগুণ হয়েছে আক্রান্ত সংখ্যা। গত 24 ঘন্টায় জেলায় মৃত্যু হয়েছে 2 জনের। করোনা আক্রান্তর সংখ্যা গত বছর থেকে এবছরের বহুগুন বৃদ্ধি পেয়েছে। করোনার প্রকোপ আরো বেশি করে থাবা বসাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে জেলায় টিকাকরণের কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তির মুখ দেখেছিল জেলাবাসী। কিন্তু যে সময় মানুষের ভীড় উপচে পড়ছিল ভ্যাক্সিনেশন নেওয়ার জন্য। ঠিক সেই সময়ই বিভিন্ন কারণবশত স্বাস্থ্য ভবনের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ হল করোনার প্রথম ডোজ টিকা করণের।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর প্রভাব ফেলেছে সারা দেশের সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রতিনিয়ত করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বহু পরিমাণ মানুষের প্রথম পর্যায়ের টিকা হয়ে গিয়েছে। তাই মজুত ভ্যাকসিনের সংকট থাকায় প্রথম ডোজ বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। যারা প্রথম ডোজ পেয়েছে তারা এই দ্বিতীয় ডোজ পাবে। এবং তারপর আবার স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী জেলায় শুরু হবে প্রথম পর্যায়ের টিকাকর।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.