তৃণমূল কাউন্সিলরের নামে ভুয়ো শিক্ষিকার পোস্টার পরায় চাঞ্চল্য বালুরঘাটে
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৭ ডিসেম্বরঃ তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নামে ভুয়ো শিক্ষিকার পোস্টার পরায় চাঞ্চল্য বালুরঘাটে। দীপান্বিতা দেব সিংহ বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাশাপাশি তিনি বালুরঘাটের প্রাচ্য ভারতী উচ্চ বিদ্যালয় এর জীবন বিজ্ঞানের শিক্ষিকা।
তবে ইতিমধ্যেই পর্ষদ থেকে যে ৯৫২ জনের তালিকা প্রকাশ হয়েছে তাতে ৪১৭ নম্বরে নাম রয়েছে দীপান্বিতা দেবসিংহের।
যদিও প্রাচ্য ভারতী স্কুলের প্রধান শিক্ষক শ্যামাচরণ প্রামানিক জানান কোনো সরকারি কাগজপত্র পাইনি, ফলে এ বিষয়ে তিনি কিছু মন্তব্য করতে পারবেন না।
এদিকে দীপান্বিতা দেব সিংহের ২৪ নম্বর ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার পড়েছে ভুয়োশিক্ষিকা বলে। ওই ওয়ার্ডের বিজেপির পরাজিত প্রার্থী ষষ্ঠী বসাক ভট্টাচার্য বলেন, সকালে উঠে পোস্টার দেখেছি, তার নামে ভূয়োক্ষিকার কলঙ্ক লেগেছে বলে মনে করি।
দীপান্বিতা দেব সিংহ তালিকায় নাম থাকা শিক্ষিকার পাশাপাশি তৃণমূল কাউন্সিলর হওয়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল ছড়িয়েছে।
বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, তৃণমূল কাউন্সিলর ভূয়ো শিক্ষিকা বলে জানার পর কিভাবে তিনি ওয়ার্ডের কাজ করবেন তা নিয়ে তদন্তের দাবি করছে বিজেপি।
তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানান, সোশ্যাল মিডিয়ায় বেরোনো লিস্ট নিয়ে কিছু বলার নেই। আদালতের মাধ্যমে সরকারি লিস্ট এলে তা আদালতের বিষয়। পাশাপাশি তিনি বলেন তার নামে যদি পোস্টার করে থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার দলের কাছে কোন খবর নেই। আদালত যা সিদ্ধান্ত নেবে তাই হবে এই নিয়ে দলের কিছু বলার নেই।
এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আমার শহর বালুরঘাটেও এক তৃণমূল কাউন্সিলরের ভুয়ো শিক্ষিকার লিস্টে নাম রয়েছে। শুধু বালুরঘাট নয় রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতার ছেলে, স্ত্রী এর নাম রয়েছে। আরো নাম বাড়বে বলে তিনি মনে করেন। যাদের নাম রয়েছে তাদের চাকরি বাতিল হবে, কিন্তু যারা টাকা নিল তাদেরও ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার।