Thu. Sep 28th, 2023

হঠাৎ ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের জেরে ভূষ্মভিত হয়ে গেল হিলি চোদ্দো হাত কালি মাতার মূর্তি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হিলিতে

1 min read

আজকেরবার্তা, হিলি, ২৭ নভেম্বরঃ হঠাৎ ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের জেরে ভূষ্মভিত হয়ে গেল হিলি চোদ্দো হাত কালি মাতার মূর্তি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হিলিতে। রবিবার ভোর রাতে হঠাৎ প্রতিমার গায়ে আগুন লাগার ঘটনা সামনে আসে। দাউ দাউ করে জ্বলতে থাকে চোদ্দো হাত কালির প্রতিমা। ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকম বাহিনীকে। আগুন লাগার ঘটনা সামনে আসতেই স্থানীয়রা তরীঘরী আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে হিলি থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ ঘটনার খবর দেওয়ার দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর দমকল বাহিনী এসে পৌঁছায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাসপুর্নিমার পরের অমবস্যায় পুজিত হয়ে আসেন হিলির চোদ্দো হাত কালি মা। প্রতি বছর সিমান্ত লাগোয়া এই পূজাকে কেন্দ্র করে সাত দিন ব্যাপী মেলা বসে মন্দির প্রাঙ্গণে। দূর দুরান্ত থেকে বহু মানুষের সমগম হয় এই পুজাকে কেন্দ্র করে।

বুধবার পুজা হয় হিলি চোদ্দো হাত কালি মাতার। পুজোর পর চারদিন পার হয় সুষ্ঠ ভবে। কিন্তু রবিবার ভোরে হঠাৎ কোন এক অঙ্গাত করণ বসত আগুন লেগে যায় প্রতিমার গায়ে। আগুনে ভূষ্মভিত হয়ে যায় সমগ্র প্রতিমা। কি কারনে এই ঘটনা তার তদন্তে হিলি থানার পুলিশ।

 

 

 

Show quoted text
আজকেরবার্তা, হিলি, ২৭ নভেম্বরঃ অজানা কারণে পুরলো হিলি চোদ্দো হাত মায়ের প্রতিমা। দাউ দাউ আগুনে ঝলসে গেল মায়ের প্রতিমা। সাথে ঝলসে গেল মেলার দকানদারদের ব্যবসার। দীর্ঘ দুবছর করোনা আবহের পর এবার একটু পরিস্থিতি স্বাভাবিক হলে বসে হিলির প্রসিদ্ধ চোদ্দো হাত কালির পূজা ও মেলা। কিন্তু ভাগ্যের পরিহাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে মায়ের মূর্তিতে। অগ্নিদদ্ধ হয়ে যায় মায়ের প্রতিমা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সমগ্র মেলাচত্বরে।

আতঙ্কিত হয়ে পড়ে মেলার দোকানীরা। ব্যবসার আশা নিয়ে দীর্ঘ দু’বছর অপেক্ষা করে পরসা সাজিয়ে দোকানীরা বসেছিল মেলাতে। সাতদিন ব্যাপী এই মেলা কে কেন্দ্র করে বহু দূর দুরান্ত থেকে মানুষদের সমগম হয়ে থাকে হিলি চোদ্দো হাত কালি মাতার পুজা ও মেলা কে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ এই অগ্মিকান্ডর পর হতাসা দেখা দিতে শুরু করেছে মেলার দোকানিদের মধ্যে।

রাসপূর্নিমার পরের অমবস্যায় পুজিত হয়ে আসেন হিলির চোদ্দো হাত কালি মাতা। তার পর থেকে সাত দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে মেলা বসে। দূর দুরান্ত থেকে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দোকান নয়ে আসেন মেলাতে। সিমান্ত লাগোয়া এলাকার এই মেলায় দূর দুরান্ত থেকে বহু মানুষ আসেন। তাই এই কয়েকদিন ভালো পরিমাণে ব্যবসার আশায় মেলায় আসে ব্যবসায়ীরা। কিন্তু অজ্ঞাত কারণ বসত হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাশা দেখা দিয়েছে মেলায় আসা ব্যবসায়ীদের মধ্যে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.