দুর্গা পূজার আগে দুস্থ মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করলেন বিজেপি নেত্রী
1 min readআজকেরবার্তা, বংশিহারী, ২৭ সেপ্টেম্বরঃ দুর্গা পূজার আগে দুস্থ মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করলেন বিজেপি নেত্রী। তবে দলীয় ভাবে নয়, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত ভাবে শতাধিক মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শিখা সরকার।
বিজেপির জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শিখা সরকার তার শাশুড়ি তুলসী তরু দেবীর স্মৃতির উদ্দেশ্যে বুনিয়াদপুরে দুঃস্থ মহিলাদের নতুন বস্ত্র দানের আয়োজন করেন গতকাল সন্ধ্যায়। শিখা সরকারের স্বামী স্বপন তরু এলাকার মাছের আড়তদার। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বড়াইলে। শাশুড়ি তুলসী তরু দেবী চোদ্দো বছর আগে মারা যান। শিখা সরকার রাজনীতির বাইরেও সমাজসেবী হিসেবে পরিচিত। এলাকার দুঃস্থ মহিলারা যাতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সময় নতুন বস্ত্র পড়তে পারে, সেই উদ্দেশ্যে শতাধিক মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করেন।