Thu. Sep 28th, 2023

রাজ্য জুড়ে ডেঙ্গু সতর্কতা আবহে, ডেঙ্গু রোধে কতটা সচেতন, তা নিয়ে প্রশ্নের মুখে বালুরঘাট পৌরসভা।

1 min read

 

আজকেরবার্তা বালুরঘাট, ২৭ জুলাই: রাজ্য জুড়ে ডেঙ্গু সতর্কতা আবহে, ডেঙ্গু রোধে কতটা সচেতন, তা নিয়ে প্রশ্নের মুখে বালুরঘাট পৌরসভা। বিরোধীদের দাবি, সময়মতো নর্দমা ও জঞ্জাল পরিষ্কার না করায় বৃদ্ধি পাবে মশা। ডেঙ্গু প্রতিরোধে উদাসীন বালুরঘাট পৌরসভা বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। বামেদের দাবি সাফাই কাজে প্রয়োজনের তুলনায় কম কাজ হচ্ছে।
যদিও শহর পরিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু প্রতিরোধে কাজ হচ্ছে বলে জানিয়েছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ।

রাজ্য জুড়েই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দক্ষিণ দিনাজপুর জেলায় সে ভাবে সংক্রমণ না বাড়লেও, সতর্কতা জারি রয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ৫০ জনের সংক্রমণের খবর রয়েছে। এর মধ্যে বালুরঘাট শহরের তিনজন সংক্রমিত হয়েছিল। বর্তমানে জেলায় মাত্র দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। একজন বালুরঘাট জেলা হাসপাতালে এবং একজন গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

বালুরঘাট পৌরসভা ডেঙ্গু রোধে উদাসীন বলে অভিযোগ বিজেপির। বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, শহরের যত্রতত্র আবর্জনায় ভরে উঠেছে। নিয়মিত নর্দমা পরিষ্কার, মশা মারার তেল স্প্রে করে না বালুরঘাট পৌরসভা। রাজ্যে যেভাবে ডেঙ্গু বেড়ে চলেছে, তাতে বালুরঘাট পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শহরে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।

বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর প্রবীর দত্ত জানান, আমার ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে সহ স্প্রে, নর্দমা পরিষ্কার এর কাজ চলছে। তবে প্রয়োজনের তুলনায় ব্লিচিং পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু রোধে আরো বেশি করে কাজ করা প্রয়োজন পৌরসভার। পরিচ্ছন্নতা ও মশা নিধনের কাজ প্রয়োজনের তুলনায় কম কাজ হচ্ছে বলে তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে অভিযোগ করেন বাম কাউন্সিলর প্রবীর দত্ত।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট পৌরসভা শহরের পরিচ্ছন্নতার কাজ নিয়মিতভাবে করছে। ডেঙ্গু রোধে সচেতনতা, বাড়ি বাড়ি সার্ভে সহ অন্যান্য কাজ চলছে। স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ রেখে, স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন মেনে, ডেঙ্গু রোধে সমস্ত কাজ করছে বালুরঘাট পৌরসভা।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.