বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড এলাকা থেকে ৪৮২ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল সিআইডি।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৭ জুলাইঃ গোপনপুত্র খবরের জেরে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড এলাকা থেকে ৪৮২ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল সিআইডি। বেনামী দুটি পার্সেল বালুরঘাট সদর বাস স্ট্যান্ড এলাকায় পড়ে থাকায় সন্দেহ হয়। এবং সেই সন্দেহভাজক পার্সেল দুটিকে খুলে দেখলেই সেখান থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফেরা ফ্রেন্ডসিটিলের বোতল। সিআইডির প্রাথমিক অনুমান কলকাতা বা শিলিগুড়ি থেকে বাসে করে এই পার্সেল গুলি বালুরঘাটে এসে পৌঁছায় সীমান্তে পাচারের উদ্দেশ্যে। তবে পাচার হওয়ার আগেই নিষিদ্ধ কাপ সিরাপের বোতল গুলি উদ্ধার করে আইডি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটের বেসরকারি বাসষ্ট্যান্ড এলাকায়।
অভিনবকায়দায় ফেনসিডিল পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় হানা দিয়ে ৪৮২ বোতল ফেনসিডিল আটক করলো সিআইডি। বুধবার দুপুরে সিআইডির কাছে গোপন সূত্রে খবর যায় বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় দুটি মালিক বিহীন কার্টুনে ফেনসিডিল এসে পৌঁছেছে বাসে করে বালুরঘাট বাসস্ট্যান্ডে। খবর পাওয়া মাত্র বাসস্ট্যান্ডে হানা দিয়ে ওই ৪৮২ বোতল ফেনসিডিল আটক করে। ওই ফেনসিডিল গুলি দুটি আলাদা আলাদা কার্টুনে আলাদা আলাদা জায়গায় পাচার করবার ছক কসেছিল পাচারকারীরা। সিআইডি সেই ছক ভেস্তে দিয়ে আজ ওই ফেনসিডিল গুলি আটক করে। এর পিছনে কালা জড়িত রয়েছে তা জানতে সি আই ডি তদন্ত নেমেছে বলে জানা গেছে।