ওভার ব্রিজ বা স্থায়ী গেটম্যানের দাবি নিয়ে রেল মাস্টারকে ডেপুটেশন প্রদান করল এস ইউ সি আই সংগঠন।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৭ মে: প্রহরা বিহীন লেভেল ক্রসিংএ ট্রেন দুর্ঘটনায় একাধিক বাসিন্দার মৃত্যুর দাবিতে সরব হয়েছে এস ইউ সি আই সংগঠন। তারা গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে৷ স্থায়ী গেটম্যান বা ওভার বিজ্রে দাবিতে সরব হয়েছেন। শনিবার এই সংগঠনের পক্ষ থেকে বালুরঘাট স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হয়। তাদের এই দাবি পূরন না হলে তারা আগামী দিনে বৃহওর আন্দোলনে নামবেন।
উল্লেখ্য বালুরঘাট স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দুর্লভপুর এবং পোড়ামাধাইল গ্রামের মাঝ বরাবর রয়েছে বালুরঘাট-একলাখি রেলপথ। সেখানে কোনো স্টেশন মাস্টার নেই। একারনে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। প্রায়শই গরু ছাগল দুর্ঘটনার কবলে পড়ে। সম্প্রতি কয়েকদিন আগে রাত ৯ টা নাগাদ বালুরঘাট- কলকাতা ট্রেনে চাপা পড়ে দুই বাসিন্দা। একজনের শরীর ৫ টুকরো হয়ে সেখানেই মারা যায় এবং তার সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেক সময় রেলপথের ওইদিকে হাট বসায় সেখান থেকে ফেরার পথেও প্রানহানি ঘটে অনেকের। ওই রাস্তা দিয়ে নপাড়া, কেষ্টপুর, ধানিয়া, বরডাঙ্গা, দেওয়ান, ভেরেন্ডা, রাজুয়া এইসব অঞ্চলের হাজারো মানুষ স্কুলে, হাসপাতালে, পঞ্চায়েত অফিসে যাতাযাত করেন। ছাত্র-ছাত্রীদের এই রেল লাইন পার হয়ে যেতে হয়। আবার হাসপাতালে রোগীদের নিয়ে যেতেও তাদের হয়রানির শিকার হতে হয়। জীবিকার প্রয়োজনে ওটাই একমাত্র যাতাযাতের রাস্তা। প্রান হাতে নিয়েই রেলপথ পার হতে হয় বাসিন্দাদের৷ এসব কারনেই রেল কতৃপক্ষের কাছে তাদের দাবি অবিলম্বে ওখানে স্থায়ো গেটম্যান বা ওভার বিজ্রে ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে এস ইউ সি আই সংগঠনের নন্দা সরকার জানান, কয়েকদিন আগেই রেলে চাপা পড়ে একজনের মৃত্যু ঘটেছে এবং এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে। রেল কতৃপক্ষের থেকে সেই পরিবাবের পাশে গিয়ে দাঁড়ায় নি। আর্থিক সাহায্যও দেয়নি। রেল মাস্টারের কাছে এর আগেও ডেপুটেশন দেওয়া হয়েছে। আজও দেওয়া হল। এর পদক্ষেপ না নিলে পরবর্তীতে বৃহওর আন্দোলনে নামবেন তারা।