বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যায় জেলা প্রশাসনের আধীকারিকেরা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৭ মে: মাসের চতুর্থ সপ্তাহের শনিবার বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। প্রত্যেক মাসের চতুর্থ শনিবার করে ফোর্থ স্যাটারডে মিটিং অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে। সেই সুচি মোতাবেক এদিন বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যায় জেলা প্রশাসনের আধীকারিকেরা।
গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখার উদ্দেশ্যে শনিবার দুপুরে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকেরা। গ্রাম পঞ্চায়েত পরিদর্শনের পাশাপাশি এলাকার স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পরিষেবাপ্রদান কারী কর্মীদের সাথে কথা বলেন জেলাশাসক। মূলত পঞ্চায়েতের সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে এই পরিদর্শন।
জেলা ও ব্লক স্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রতি মাসের প্রত্যেক শনিবার বিভিন্ন এলাকার গ্রাম পঞ্চায়েতগুলি পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। একইভাবে এই শনিবার মে মাসের শেষ সপ্তাহের শনিবার হওয়ায় জেলা প্রশাসনের টিম পঞ্চায়েত পরিদর্শন করতে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতে যায়। এই পরিদর্শনের মাধ্যমে পঞ্চায়েত এলাকার বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয় জেলা প্রশাসনের সাথে। গ্রাম পঞ্চায়েতের সমস্ত সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে এদিন দুপুরে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে আসেন জেলাশাসক।