আত্রেয়ী নদীর জলে তলিয়ে যায় ১৯ বছর বয়সী এক যুবক।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৭মেঃ আবারো আত্রেয়ীর জলে তলিয়ে গেল এক যুবক। বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে আত্রেয়ী নদীর জলে তলিয়ে যায় ১৯ বছর বয়সী এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত ময়ামারী এলাকার আত্রেয়ী নদীর ঘাটে। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর নদীর অপর প্রান্ত হালদারপাড়া ঘাট থেকে উদ্ধার হয়ে যুবকের মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানাগেছে, শুক্রবার দুপুর নাগাদ অঙ্কুশ সরকার ও তার কিছু বন্ধুবান্ধব ময়ামারী এলাকায় আত্রেয়ী নদীর ঘাটে আসে স্নান করতে। সেই সময় নদীর জলে তলিয়ে যায় অঙ্কুশ। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর নদীর অপর প্রান্ত থেকে উদ্ধার হয় মৃত দেহ। নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা চড়াও হতেই আশেপাশের এলাকার বাসিন্দারা নদীতে নেমে অঙ্কুশ কে খুঁজতে শুরু করে। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির করার পর দেহ উদ্ধার হলে স্থানীয়রা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায় জলে ডুবে যাওয়া অঙ্কুশ কে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।