বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার ময়লা আবর্জনা ফেলার ময়লাস্তুপ বা ভাগার পরিদর্শন করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক, বালুরঘাট পুরসভার পৌরাধক্ষ সহ অন্যান্যরা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৭ এপ্রিল: বালুরঘাট শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার লক্ষে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। বালুরঘাট শহরের যে সমস্ত ময়লা আবর্জনা প্রতিদিন ফেলা হয় সেই সমস্ত ময়লা আবর্জনা কে সঠিকভাবে ব্যবস্থা করতে সলিড ওয়েট ম্যানেজমেন্ট প্ল্যান বাস্তবায়িত করেছে পৌরসভা কর্তৃপক্ষ। ভাগাড়ের ময়লা আবর্জনার সুব্যবস্থা করতে একটি অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে এই ভাগাড়ে। যার মাধ্যমে ময়লার স্তুপকে পরিস্কার করতে সক্ষম হয়েছে বালুরঘাট পৌরসভা।
বালুরঘাট শহর সংলগ্ন এলাকা পৌরসভার ময়লা ফেলার যে ভাগাড়টি রয়েছে সেখানে বিগত বহু বছর থেকে শুধুমাত্র ময়লা ফেলা হচ্ছিল। কিন্তু সেই সমস্ত আবর্জনার কোনরূপ সদব্যবস্থা করা হয়নি এতদিন। যার ফলে ভাগাড়ের প্রাচীর পার করে ময়লা পাশের ধান জমিতে পড়ারও অভিযোগ বহুবার পৌঁছায় বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের কাছে। তবে দীর্ঘদিন বালুরঘাট পৌরসভা প্রশাসকের ব্যবস্থাপনায় থাকায় ভাগাড়ের সমস্যা সমাধান হয়নি। তবে নতুন নির্বাচিত পুরো বোর্ড আসতেই বালুরঘাট শহরের ভাগাড়ে জমে থাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর দিকে নজর দেয় পুরসভা কর্তৃপক্ষ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভাগাড়ের পুরনো যে সমস্ত ময়লা ছিল তার ৭০ প্রতিশোধ ময়লা লীগাসি ওয়েস্ট এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে। যার মধ্যে প্লাস্টিক, মাটি, চুন সূড়কি ইত্যাদি রিসাইকেল করা হবে বিভিন্ন পধ্যতিতে।
বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার উদ্যোগে বালুরঘাটের এই ভাগাড়ে প্লাস্টিক মাটি ও চুন সূড়কি আলাদা আলাদা করে ভাগ করে ময়লা আবর্জনা রিসাইকেল করা হচ্ছে। পরবর্তীতে এই সমস্ত আবর্জনা পদার্থকে গুলিকে বিভিন্ন ক্ষেত্রে সদ্ব্যবহার করা হবে বলে জানানো হয়। অতিসত্বর বাকি সমস্ত পুরনো ময়লা আবর্জনা অত্যাধুনিক প্রযুক্তিতে বাছাই করে ভাগাড়ের পরিবেশকে সুষ্ঠু পরিবেশে রুপান্তর করতে চলেছে বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ। ও সাথে রোজ যে সমস্ত ময়লা আবর্জনা আসছে সেগুলিকে দু ভাগে ভাগ করে সংগ্রহ করা হচ্ছে লোকালয় থেকে। পচনশীল ও অপচনশীল ময়লা আবর্জনাকে আলাদা আলাদা করে ভাগাড়ে ফেলা হচ্ছে। একদিকে সার তৈরি ও অন্যদিকে অপচনশীল ময়লা আবর্জনা কে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাছাই করে রিসাইকেল করা হবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার ময়লা আবর্জনা ফেলার ময়লাস্তুপ বা ভাগার পরিদর্শন করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক, বালুরঘাট পুরসভার পৌরাধক্ষ, সাডা ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। এদিন ভাগাড়ের ময়লা আবর্জনার স্তূপ থেকে ময়লা আবর্জনা রিসাইকল প্রক্রিয়ার কাজ পরিদর্শন করেন আধিকারিকেরা।