Sun. Oct 1st, 2023

সকাল ১১টার বদলে সকাল ৬;৩০টা থেরকে ১১টা পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন। নির্দেশ সরকারের।

1 min read

আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ২৭এপ্রিলঃ ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রার মান । সারা রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। আর এই তীব্র গরমের জেরে নাজেহাল সারা রাজ্য বাসী। কিন্তু সব থেকে কষ্ট প্রাকমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের। সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে থাকতে নাজেহাল পরিস্থিতি বিদ্যালইয়ে আসা শিশুদের। এ বিষয়ে রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ২৭এপ্রিল থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ১১টার বদলে সকাল ৬;৩০টা থেরকে ১১টা পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন চলবে। দীর্ঘ করনা কালের জন্য বহুদিন বন্ধ ছিলো বিদ্যালয়গুলির পঠন পাঠান তাই বিদ্যালয় বন্ধ না করে সকালে পঠন পাঠন চালু রাখায় খুশি শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু শুত্রের খবর, ২৭ তারিখ বিকেলে মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী আগামী ২মে থেকে ৪৫দিনের জন্য বিদ্যালয়গুলির গ্রীষ্মের ছুটি ঘোষনা করেন।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.