270120 DDCN AAJKER BARTA 4
1 min read
ডবল লেন রোডের শুভ শিলান্যাস সূচনা করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর মহাদেবপুর এলাকার রায় পাড়া ময়দান থেকে। উপস্থিত ছিলেন পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল, উপ পৌরপ্রধান বসন্ত,রায়,জেলা পরিষদের কো– কমেন্ট অসীম কুমার ঘোষ, ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা, পৌর কার্য নির্বাহী আধিকারিক আশুতোষ রানা, ছবি স্বপন সরকার সহ বিশিষ্টজনেরা।৫ কিলোমিটার রাস্তা আনুমানিক ২৩ কোটি টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানান কালিয়াগঞ্জ এর পৌরসভার পৌর প্রতি কার্তিক চন্দ্র পাল।