
বালুরঘাট রঘুনাথপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে চলছে ট্রাফিক পুলিশের নাকা চেকিং। সোমবার প্রজাতন্ত্র দিবস পেরিয়ে গেলেও শহরে নাশকতা রুখতে এবং পথদুর্ঘটনা কমাতে বালুরঘাট ট্রাফিক পুলিশের নাকা চেকিং অব্যাহত। এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে সার্থক করতে রুটিন মাফিক নানান জায়গায় চলছে চেকিং। বাইক চালক থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বালুরঘাট ট্রাফিক পুলিশের পক্ষে এই চেকিং বলে জানান ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী।