ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৬ আগষ্ট: তীব্র দাবদাহে দক্ষিন দিনাজপুর জেলার রক্ত সঙ্কট দূর করতে এগিয়ে এলো চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার। ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন ও ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সহযোগিতার এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার ক্লাবে। ১৮ বছর বয়সী তরুণ রক্তদাতা থেকে শুরু করে ৬৪ বছরের পৌঢ় রক্তদাতা এদিন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।
তীব্র দাবদাহে দক্ষিন দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে তীব্র রক্ত সঙ্কট। এমত অবস্থায় রক্তদান জীবন দানের উক্তিকে মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করে চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার। অর্থ দিয়ে নয় মনুষ্যত্ব দিয়ে মানুষের পাশে থাকার বার্তা সমাজে তুলে ধরেছে চকভৃগু বিবেকানন্দ পল্লি পাঠাগার।
চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার ক্লাবের পতাকা উত্তলনের মধ্যে দিয়ে এদিনের এই রক্তদান শিবিরের উদ্ধবোধন হয়। মহিলা পুরুষ মিলিয়ে প্রায় ৮০ জনের বেশি মানুষ এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিন রক্তদান করার পর রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ, শংসাপত্র ও মেমেন্টো তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। ক্লাব সম্পাদক বিপ্লব মন্ডল এইদিন চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার পতাকা উত্তলন করেন। পরবর্তীতে প্রদীপ প্রজ্বালন করে আনুষ্ঠানিক উদ্ধবোধন হয় অনুষ্ঠানের।
চকভৃগু বিবেকানন্দ পল্লী পাঠাগার ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলা আরক্ষাধীক্ষক রাহুল দে, বালুরঘাট থানা আইসি শান্তি নাথ পাজা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্র, ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের কার্যকরী সভাপতি পীযূষ দেব, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত সহ অন্যান্যরা।