বিশ্ব উষ্ণায়ন ও জল সংকট দূর করতে উদ্যোগ নিল রোটারি ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটার।
1 min read
বালুরঘাট ২৬ জুলাই ঃ- বিশ্ব উষ্ণায়ন ও জল সংকট দূর করতে উদ্যোগ নিল রোটারি ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটার। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী ও বৃক্ষ বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটারের তৃতীয় বার্ষিক সম্মেলন কে সামনে রেখে “গাছ লাগাও প্রাণ বাঁচাও” উদ্যোগ। সারা বিশ্বে যেভাবে একের পর এক গাছ কেটে বসতি তৈরি হচ্ছে তাতে প্রাকৃতিক ভারসাম্যর সমস্যা দেখা দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন ও জল সংকটের মত সমস্যা গুলি প্রকট হয়ে উঠেছে। পৃথিবীর সবুজায়ন বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ক্ষুদ্র প্রয়াস নিয়েছে রোটারী ক্লাব অব আত্রেয়ী গ্রেটার। এদিন বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয় এর ছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে একাধিক বৃক্ষরোপণ করা হয়। এরপর প্রতিটি ছাত্র ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। সাথে ছাত্র ছাত্রীদের দেওয়া হয় চকলেট। এদিন মোট ৩০০ চারা গাছ বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। শুধু বিদ্যালয় নয় প্রতিটি অঙ্গন হয়ে উঠুক সবুজ।