বালুরঘাট শহরের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড।
1 min readআজকেরবার্তা বালুরঘাট, ২৬ জুন: বালুরঘাট শহরের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। স্থানীয়দের তৎপরতায় ও দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় দোকান।
স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বালুরঘাট শহরের কাছারি রোডের অবস্থিত রেস্টুরেন্ট পাঁচফোড়নে হঠাৎ আগুন লাগার ঘটনা সামনে আসে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে অনুমান স্থানীয়দের। যদিও দমকল কর্মী ও দোকানের মালিরে অনুমান শর্ট সার্কের থেকে আগুন লেগেছে। খাবারের দোকানে রান্নাঘরে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকেই সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে রান্নাঘরে থাকা তেল ও সিলিন্ডারে আগুন লাগায় ভয়াবহ গতিতে আগুন ছড়াতে থাকে।
সোমবার খাবারের দোকানে আগুন লাগায় আগুন তীব্র বেগে ছড়াতে থাকে। আগুনের কপালে পড়ে পাশে থাকা কাঠের একটি দোকান। স্থানীয়দের তৎপরতায় কাঠের দোকানে সর্বপ্রথম আগুন নেভানো হয়। কিন্তু বহু চেষ্টা করো খাবারের দোকানের আগুন নেভাতে সক্ষম হয় না স্থানীয়রা। খাবারের দোকানে আগুন লাগায় আগুন তীব্র গতিতে ছড়াতে থাকে। গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রীতে আগুন লাগায় ভয়াবহ রূপ ধারণ করে আগুন।
সম্প্রতি কিছুদিন আগে ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাছারি রোড এ আন্দোলন সেতুর আগেই এই খাবার দোকানটির উদ্বোধন হয়। পাঁচফোড়ন নামক এই খাবার দোকান ইতিমধ্যেই নজর করেছিল বালুরঘাট শহরবাসী। কিন্তু হঠাৎ শর্ট সার্কিট থেকে ঘটে যাওয়ায় অগ্নিকাণ্ডে ভূষিত হয়ে যায় সম্পূর্ণ দোকানটি। দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যায়। আগুনের রশ্মি ও কালো ধোয়া বেড়াতে থাকে দোকানের সর্বত্র থেকে। স্থানীয়দের তৎপরতায় আমার দোকানের ভেতরে থাকা কর্মরত কোন মানুষের ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় দুটি দোকান।
আগুন লাগার ঘটনায় খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু আগুনের দাপট তীব্র বৃদ্ধি পায়। পরবর্তীতে আরো একটি দমকল ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে আসে সুমন দাশগুপ্ত ও বালুরঘাট পৌরসভা পৌরাধক্ষ অশোক কুমার মিত্র সহ অন্যান্য কাউন্সিলারেরা।
খাবারের দোকানের মালিক জানান, আগুন লাগার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। দোকানের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন তাদের সূত্রে তিনি জানতে পারেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খাবারের দোকান হয় সেখানে তিল গ্যাস সহ অন্যান্য সামগ্রী থাকায় আগুন দ্রুত গতিতে ছড়াতে থাকে। বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। সমস্ত দোকান আগুনে পুড়ে ঝুলছে গিয়েছে। পাশের একটি কাঠের দোকানে ও আগুন ছড়িয়ে যায় সেই দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক কুমার মিত্র জানান, বালুরঘাট শহরের রোড এলাকার একটি খাবারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পৌরসভায় বসে কাজ করার সময় তিনি খবর পান। খবর পেয়ে তৎক্ষণাৎ কাউন্সিলরদের সাথে নিয়ে তিনি ছুটে আসেন এলাকায়। বালুরঘাট শহরের 14 নম্বর ওয়ার্ডে অন্তর্গত এই খাবারের দোকানটিতে বুক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের এক প্রত্যক্ষদর্শী জানান, সম্ভবত গ্যাস থেকে আগুন লেগেছিল ওই দোকানে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশের দোকানে তেমন কোনো ক্ষতি হয়নি।কিন্তু যে দোকান থেকে আগুন লেগেছিল সেই দোকানে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে বলেও ধারনা তার।