মাদকবিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত হলো র্যালি
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৬জুনঃ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পালন করা হলো বিশ্ব মাদক বিরোধী দিবস। রবিবার মাদকবিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত হলো র্যালি। রবিবার সকালে বালুরঘাট থানার পক্ষ থেকে মাদক বিরোধী সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। বালুরঘাট থানার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে আবারো বালুরঘাট থানায় এসে শেষ হয়। এদিন মাদক বিরোধী প্রচারের র্যালিতে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিল ভলেন্টিয়ারেরা।এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এদিনের এই র্যেলিতে। বিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রী দের মধ্যে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করে পুলিশ প্রশাসন।
জেলাকে মাদক বিরোধী জেলা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ এই অভিনব উদ্যোগ গ্রহণ করে। ছাত্র এবং যুব সমাজ আগামীর ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ প্রজন্মকে মাদক সেবন থেকে দূরে রাখতেই এই এই উদ্যোগ গ্রহণ করে পুলিশ প্রশাসন। বালুরঘাট শহর ও শহর সংলগ্ন এলাকার বিদ্যালয়গুলির ছাত্র ছাত্রী দের মধ্যে মাদক বিরোধী স্বচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বালুরঘাট শহরে এই র্যালির আয়োজন করা হয়। এদিন মাদিক বিরোধী র্যালি থেকে বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়।
এবিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, আজ ২৬ জুন। বিশ্ব মাদক বিরোধী দিবস। সাধারণ মানুষদের মাদক জাতীয় দ্রব্য থেকে সচেতন করতেই এদিন পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক র্যালি বের করা হয়। বালুরঘাট থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যেই এদিনের মিছিল।