চাবাগানের নির্জন এলাকায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মহিলা। প্রাথমিক তদন্তে ধর্ষন বলেই অনুমান পুলিশের
1 min read
আজকেরবার্তা, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিলঃ অচৈতন্য অবস্থায় বিবস্ত্র এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে চা বাগানের ভেতর থেকে উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী এলাকায়। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের শিকার হয়েছে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পুলিশেরও প্রাথমিক অনুমান ধর্ষণ করে ওই মহিলাকে ওখানে ফেলে রাখা হয়েছিলো।ঘটনার খবর চালাও হতেই উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিবস্ত্র অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী এলাকায় চা বাগানের ভেতর। স্থানীয়দের অনুমান ধর্ষনের শিকার এই মানসিক ভারসাম্যহীন মহিলা।
জানাগিয়েছে, এদিন সকালে মাঝিয়ালি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তৃণমূল নেতা। মহিলার কিছুটা দূরে পড়েছিল মহিলার পরনের বস্ত্র। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চোপড়া ব্লক হাসপাতালে পাঠায় চোপড়া ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মহিলাকে ধর্ষন করে চাবাগানের রাস্তায় ফেলে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।